প্রকৃত জ্ঞানী কে? who is a real wise men????

class="MsoNormal" style="text-indent: 30pt;">ইমাম জাফর সাদেক(রাহঃ)একদা ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করেছিলেন,বলুন তো প্রকৃত জ্ঞানী কে ? জবাবে ইমাম আবু হানিফা(রাহঃ),যে ব্যক্তি নিজের ভালমন্দের মধ্যে পার্থক্য করতে পারে, সে প্রকিত জ্ঞানী রূপে বিবেচিত হওয়ার যোগ্য! একথার পরিপেক্ষিতে ইমাম জাফর সাদেক(রাহঃ)বলেছিলেন,এই বিচারে তো চতুষ্পদ জন্তুকেও বুদ্ধিমান জ্ঞানী বলা যাবে। কেননা চতুষ্পদ জন্তুও বুঝে কে তাকে আদর করে,সময় করে খাবার দেয়, আর কে হাতে ডাণ্ডা নিয়ে হাকাতে থাকে!বরং বুদ্ধিমান সেই বেক্তি যে সুসমায়ে ঐ পথ বেছে নেওয়ার মত প্রজ্ঞা রাখে যা ভবিষ্যতে তাঁর জন্য কল্যান কর হবে। অপর দিকে, মন্দ সমায়ের সন্মুখিন হলে সে ঐ পথটি বেছে নিতে সক্ষম হয় যা তাঁর জন্য অপেক্ষাকৃত কম ক্ষতি কর হতে পারে।

2 Post a Comment: