বিদায় হজ্বে হজরত রাসূল(সাঃ)এর বানিঃ-

                         বিদায় হজ্বে হজরত রাসূল(সাঃ)এর বানিঃ-

                         “হে মুসলিম আধার যুগের সামস্থ ধ্যান ধারনাকে ভুলিয়া যাও,নব আলকে পথ চলিতে শিখ।আজ হইতে অতিতের সমস্থ মিথ্যা কুসংস্কার আনাচার ও পাপ প্রথা বাতিল হইয়া গেল।মনে রাখিও সব মুসলমান ভাই ভাই।কেহ কাহারও চেয়ে ছোটো নও কাহারও চেয়ে বড় নও।আল্লাহর চোখে সকলেই সমান।নারী জাতির কথা ভুলিও না।নারীর উপর পুরুষের যেই রুপ অধিকার আছে।পুরুষের উপর নারীর ও সেই রুপ অধিকার আছে।তাহাদের প্রতি অত্যাচার করিও না।মনে রাখিও আল্লাহকে সাক্ষী রাখিয়া তোমরা তোমাদের স্ত্রীদিগকে গ্রহন করিয়াছ।সবধান ধর্ম সন্মধে বাড়াবাড়ি করিও না।এই বাড়াবাড়ির ফলেই অতিতে বহু জাতি ধংস প্রাপ্ত হইয়াছে।প্রত্যেক মুসলমানের ধন।প্রান,পবিত্র বলিয়া জানিবে।যেমন পবিত্র আজকের এই দিন, ঠিক তেমনেই পবিত্র তোমাদের পরস্পরের জীবন ও ধন সম্পদ।

     হে মুসলমান হুশিয়ার! নেতৃ আদেশ কখন ও লঙ্ঘন করিও না যদি কোন কর্তিত নাশা কাফ্রী ক্রিতদাসকে তোমাদের আমির করিয়া দেয়া হয় এবং সে যদি আল্লাহর কিতাব আনুসারে তোমাদিগেকে পরিচালনা করে,তবে অবনত মস্তকে তাঁহার আদেশ মানিয়া চলিবে।দাস-দাসইগনের প্রতি সর্বদা স্বদ্য ব্যাবহার করিও।তাহাদের উপর কোনরুপ অতাচার করিওনা,তোমরা জাহা খাইবে তাহাদিগকে তাহাই খাওয়াইবে,যাহা পরিবে তাদেরযে তাহাই পরাইবে।ভুলিও না!তাহারাও তোমাদের মত মানুষ।সবধান!পৌত্তলিকতার পাপ যেন তোমাদিগের স্পর্শ না করে।শিরক করিও না,চুরি করিওনা,মিথ্যা বলিও না,ব্যাভিচার করিওনা। সর্ব প্রকার মলিনতা হইতে নিজেকে মুক্ত রাখিয়া পবিত্র ভাবে জীবন যাপন করিও।চিরদিন সাত্যাশ্রায়ী হইও।

     মনে রাখিও একদিন তমাদিগকে আল্লাহর নিকটে ফিরিয়া যাইতেই হইবে।সেদিন তোমাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করিতে হইবে।বংশের গৌরব করিও না।যে ব্যাক্তি নিজ বংশকে হেয় মনে করিয়া অপর কোন বংশের নামে আত্ন পরিচয় দেয় আল্লাহর অভিশাপ তাঁহার উপর নামিয়া আসে।

    হে আমার উম্মত গণ আমি যাহা রাখিয়া যাইতেছি তাহা যদি তোমরা দৃঢ়ভাবে ধারন করিয়া রাখ,তবে কিছুতেই তোমাদের পতন হইবে না।সেই গচ্ছিত রেকগে যাওয়া সম্পদ কি?তাহা হইল আল্লাহর কিতাব কোরআন শরীফ এবং তাঁহার রসুল (সাঃ) এর সুন্নাত বা হাদিস শরীফ।

      নিশ্চয় জানিও আমার পরে আর কোন নবী আসিবে না।আমিই শেষ নবি।যাহারা উপস্থিত আছো তাহারা আনুপস্থিত সকল মানুষের নিকট আমার এই সকল বানী পৌঁছাইয়া দিবে।আমীন




0 Post a Comment:

একটি মন্তব্য পোস্ট করুন