রসূলী আমূল্য রাত্ন মোবারক(আবূ জাহেলের হাতে কলিমা পড়া পাথরের বর্তমান অস্তিত্য)

রসূলী আমূল্য রাত্ন মোবারকঃ

বরকত পূর্ণ পাথর খন্ডদ্বায় পীরী সেলসেলায় আল্লাহর প্রিয় বান্দা ওলী আল্লাহগণের মাধ্যমে রক্ষিত হইয়া আসিতেছিল এবং শেষ প্রজন্ত সোয়াদ দেশের বিশিষ্ট ওলী হজরত সূয়াদী আখুঞ্জি(রহ)এর নিকট রক্ষিত ছিল।

হজরত সূয়াদী আখুঞ্জি(রহ)এর কাছে পীরি সেলসেলায় অছিয়াতান ও আমানতান হিসাবে রক্ষিত হওয়া হজরত রসূলে কারীম(সাঃ)এর পেট(সেকেম) মোবারকে বাঁধা এক খন্ড পাথর এবং আবু জাহেলের হাতের মধ্যে কালিমা শাহাদাত পড়া এক খন্ড পাথর এবং,এই দুই খন্ড পাথর হজরত সূয়াদী আখুঞ্জি(রহঃ)প্রাপ্ত হওয়ার পর স্বাপ্ন যোগে আদেশ পাইয়া তাহার মুরীদ হজরত মাওঃ সূফি দ্বীন মহাম্মাদ মাক্কী মোয়াল্লেমে হেরেম শারীফ(রহঃ) এর নিকট পৌছাইয়া দেন এবং তিনি তাহার মুরিদ হজরত মাওলানা মুফতি আজানগাছী (রহঃ) এর নিকট পৌঁছাইয়া দেন।হজরত মাওলানা সূফী মূফতি আজানগাছী (রহ)উহাকে আমুল্য রাত্ন মোবারক নাম দিয়া হাক্কানী আঞ্জুমানকে দান করেন এবং স্থায়ীভাবে রাক্ষিত করেন। ইহাতে কাহারেও সন্দেহ থাকিলে ঘোষনা দেওয়া আছে যে নিজের ক্বামালিয়াত থাকিলে নতুবা কোন ক্বামেল পীর বা ওলী আল্লাহর দ্বারা হজরত রাসূল (সঃ)ইহাতে ইহার সত্যতা জানিয়ে নিতে পারেন, কেননা তিনি এই ধারাধাম হইতে চলিয়া গেলেও সজীব আছেন।

এই মোবারক পাথরের সনদ ইবনে আবি দুনিয়ার রেওয়ায়েতে হজরত হসান(রাদিঃ) হইতে এবং ইসলামি ফাউন্ডেশান কর্তৃক অনুদিত বোখারি শারীফ বাংলার ৭ম খন্ডে ৪৭ পৃষ্ঠায়,কিতাবুল মাগাজিতে হজরত জাবের(রাদিঃ) থেকে বর্ণিত হাদিসে বিস্তারিত বর্ণনা আছে (হাদিস নং-৩৭৮৯)।

 



0 Post a Comment:

একটি মন্তব্য পোস্ট করুন